সোনাইয়ে এমএলএ কাপ ফুটবলে জয়ী রূপাইলবালি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল রূপাইলবালি এফসি। বুধবার সোনাই এনজি এইচএস স্কুল মাঠে তারা হারায় ১–০ গোলে মারিয়া এফসি-কে। খেলার একমাত্র ও নির্ণায়ক গোলটি ৫৬ মিনিটে করেন মনা। এ দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত তিনি। তাঁর হাতে
“ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার তুলে দেন সোনাই পুরসদস্যার প্রতিনিধি আনসারুল হক।
‘‘জুবায়ের আহমেদ মেমোরিয়াল বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ড’’ পান রূপাইলবালির সাইদুল হক এবং এই পুরস্কার প্রদান করেন দক্ষিণ মোহনপুরের প্রাক্তন জিপি সভাপতি মজিবুর রহমান। ম্যাচ পরিচালনা করেন সিদ্দিক আহমেদ, হোসেন বড়ভূইয়া, সেলিম উদ্দিন ও শামিম আহমেদ বড়ভূইয়া।
আগামীকালের খেলায় রাজগোবিন্দপুর এফসি এবং কদমটিলা এফসি মুখোমুখি হবে।