সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেট : জয়ী টাইটান

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : স্টিল কর্ণার  সোনাই প্রিমিয়ার লিগ ম্যাচে শনিবার ৮ উইকেটে  জিতল সোনাই টাইটান। এদিন তারা হারিয়েছে  বনরাজ ওয়ারিয়ার্সকে। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন  আয়োজিত এই ম্যাচে বনরাজ ওয়ারিয়ার্স টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে  ১৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রানের টার্গেট খাড়া করে। দলের হয়ে মাজিদ আক্তার  বড়লস্কর সর্বোচ্চ ও হাসিনুল হক লস্কর ১৯ রান করে করেন।

এছাড়াও দুই সংখ্যার  রান পান সাদ্দিক আহমদ বড়লস্কর (১২)। বোলিংয়ে জুয়েল ৪টি, আরুষ সিংহ ও আল আমান লস্কর ২টি করে  উইকেট পান। ৮০ রানের লক্ষ্য মাএার  মোকাবিলা করতে নেমে সোনাই টাইটান ৬.৩ ওভারে মাত্র ২টি   উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলে নেয়। দলের  হয়ে ইফতিকার আলম লস্কর সর্বোচ্চ ২২ রান করেন। এছাড়াও আরুষ সিংহ ১৭, অভিষেক নিয়োগি ১২ ও সাহিদ চৌধুরী ১১ রান করেন। বনরাজ ওয়ারিয়র্সের হয়ে মাজিদ আক্তার বড়লস্কর ও আবিদ হাসান লস্কর ১টি করে উইকেট তুলে নেন। সোনাইর বিপক্ষে।

সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেট : জয়ী টাইটান

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন সোনাই টাইটানের জুয়েল। তার হাতে আকমল  মোবাইল ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন নজমুল হক বড়ভূইয়া।
ম্যাচের সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটসের পুরস্কার জেতেন সোনাই টাইটানের ইফতিকার আলম লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিজয় দাস। প্রতিয়োগিতার সূচী অনুযায়ী  রবিবার এএসইবি ক্লাব খেলবে দৃষ্টি।

Author

Spread the News