জাতীয় ক্রীড়া দিবসে সংবর্ধনা সহ বিভিন্ন খেলাধুলা সোনাই ফুটবল অ্যাকাডেমির

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : খেলাধুলা,  আলোচনা ও সংবর্ধনা কর্মসূচির মাধ্যমে মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী তথা জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করল সোনাই ফুটবল অ্যাকাডেমি। শুক্রবার  মাইভারত কাছাড়, অসমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য তিনজনকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতরা হলেন জাতীয় স্তরের রেফারি আব্দুল মজিদ চৌধুরী, শামিম আহমেদ বড়ভূইয়াকে রাজ্য রেফারি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। আক্তার হোসেন (অবসরপ্রাপ্ত পিআই)-কেও সেবার জন্য সংবর্ধিত করা হয়।

এ দিন সোনাই শহরে এক বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, ক্রীড়াপ্রেমী এবং স্থানীয় মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর সোনাই এনজি এইচএস স্কুল মাঠে ৪০ বছরের ঊর্ধ্বে অংশগ্রহণকারীদের জন্য ফুটবল কিকিং প্রতিযোগিতা, মেয়েদের টাগ অফ ওয়ার প্রতিযোগিতা, মেয়েদের দড়ি লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে
এমসি দাস কলেজ এবং সোনাই ফুটবল অ্যাকাডেমির মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Spread the News
error: Content is protected !!