সোনাইয়ে দিনদুপুরে দোকানের সামনে থেকে বাইক চুরি
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিনদুপুরে বাইক চুরির ঘটনা ঘটল। সিসি ক্যামেরায় বন্দি হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানী সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই।
পরে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে যায়। বাইকের নম্বর হচ্ছে AS-11-S 4715। এনিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।