সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ: জয়ী এফআর হিরোজ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে বৃহস্পতিবার ৫ উইকেটে জিতলো এফ আর হিরোজ। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের ম্যাচে তারা হারালো বনরাজ ওয়ারিয়র্সকে। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এদিনের  ম্যাচে বনরাজ ওয়ারিয়র্স  টসে জিতে  প্রথমে ব্যাট ঘুরানোর সিদ্ধান্ত নিয়ে  ১৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫  রান সংগ্রহ করে। দলের হয়ে আজাদ হোসেন লস্কর ( আপ্পু) সর্বোচ্চ  ২৭ রান করেন। এছাড়াও ভাল রান করেন মুন্না লস্কর ১৯, মাজিদ আক্তার বড়লস্কর ১৭।  এফআর হিরোজে দেবাশিস দাস  ৩টি ,রাহুল লস্কর ও সাইদুল রাজ খান ২টি করে এবং সাহার বড়ভূইয়া, সাহানুর আহমেদ ও চন্দন রবিদাস ১ টি করে উইকেট দখল করেন।

৯৬  রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে এফ,আর,হিরোজ ১৩.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে টার্গেট অতিক্রম করে নেয়।এফআর হিরোজের হয়ে রনিত লস্কর সর্বোচ্চ ২৮ রান করেন।এছাড়াও ভাল রান করেন হামিদ চৌধুরী ২১। বনরাজ ওয়ারিয়র্সের আজাদ হোসেন লস্কর (আপ্পু) ৩টি, আবিদ হাসান ও পারছায়া দাস ১ টি করে  উইকেট  পান।  ম্যাচের সর্বাধিক ছক্কার  এটু ইয়াম্মি ভাইটসের পুরস্কার লাভ করেন এফআর হিরোজের রনিত লস্কর।  তাঁর হাতে পুরস্কার তুলে দেন আব্দুল জলিল আহমেদ ।
এদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এফআর হিরোজের দেবাশীষ দাস। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দেন টুর্নামেন্ট আয়োজক সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সচিব তাহের আহমেদ মজুমদার।
প্রতিয়োগিতার সূচীতে শুক্রবার খেলা নেই। শনিবার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দৃষ্টি সোনাই এবং আর এফ এডুকেশনাল ফাউন্ডেশন।

Author

Spread the News