সোনাইয়ে ব্লক স্তরের ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন সম্পন্ন, কাল চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় মেরা যুবা ভারত কাছাড় শাখার উদ্যোগে আয়োজিত ব্লক স্তরের ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন শুরু হয় ছাত্রীদের দৌড় প্রতিযোগিতা দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় ছাত্রীদের কবাডি ও ব্যাডমিন্টন এবং ছেলেদের অ্যাথলেটিকসের কোয়ালিফায়ার রাউন্ড।

কবাডি খেলায় উত্তরকৃষ্ণপুর দল এমসিডি সোনাইকে পরাজিত করে। সন্ধ্যায় ছেলেদের ফুটবলের সেমিফাইনালে বিন্নাকান্দি ব্লক, বানস্কান্দি ব্লককে হারিয়ে ফাইনালে প্রবেশ করে, যেখানে তারা আগামীকাল সোনাই দলের মুখোমুখি হবে।

সোনাই নিত্য গোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সারা দিনজুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্স ও দর্শকদের উৎসাহে সরগরম ছিল। খেলোয়াড়দের মধ্যে উৎসাহ, শৃঙ্খলা ও দলগত মনোভাব ছিল চোখে পড়ার মতো।

আগামীকাল অনুষ্ঠিত হবে ছাত্রী ও ছাত্রদের দৌড়ের ফাইনাল, ছেলেদের সিঙ্গেল ব্যাডমিন্টন ফাইনাল, এবং শেষ হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। সমস্ত ক্রীড়াপ্রেমীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!