সোনাইয়ে বাঁশের সাঁকো পড়ে মৃত্যু সাফাই কর্মীর

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বাড়ি ফেরার পথে সন্ধ্যারাতে নদীতে ডুবে মৃত্যু ঘটলো সোনাই পুরসভার এক সাফাই কর্মীর। মঙ্গলবার রাত সাতটা নাগাদ দক্ষিণ মোহনপুরের প্রথম খণ্ডের বাসিন্দা বছর ৪৮ এর মিটুল দাস নামের ব্যক্তি আমজুর নদীর বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে গিয়ে ভরা নদীতে পড়ে যান। এরপর স্থানীয়রা দু’ঘন্টা খানেক নদীতে খোঁজাখুঁজি করে মিটুল দাসের নিথর দেহ আবিস্কার করেন। পরে রাত দশটা নাগাদ সোনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে ছুটে যান সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Spread the News
error: Content is protected !!