সোনাই আলিয়া মাদ্রাসার দুই কৃতী শিক্ষককে ৫০ হাজার করে উপহার প্রাক্তন ছাত্রদের

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হল রবিবার। এদিন মাঝিরগ্রামস্থিত মাদ্রাসার প্রেক্ষাগৃহে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত এগারটা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মহফিলের সমাপনী হয়। অনুষ্ঠানে আলিম, হাফিজানা ও কারি বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া অর্ধ শতাধিক ছাত্রদের দস্তারবন্দি প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসার শতাধিক প্রাক্তন ছাত্রদের সনদ প্রদান করা হয়। পির শাহসূফী জমিলুন্নবী চৌধুরী ওরফে বাগপুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুই শিক্ষক মওলানা আতাউর রহমান চৌধুরী ও মওলানা রফিক উদ্দিন বড়ভূইয়াকে পঞ্চাশ হাজার টাকা করে উপহার দিয়ে সম্মাননা জানান মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা। এছাড়া মাদ্রাসার শিক্ষকতায় নিয়োজিত থাকা শিক্ষকদেরকেও সম্মাননা প্রদান করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিস মওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া।

সোনাই আলিয়া মাদ্রাসার দুই কৃতী শিক্ষককে ৫০ হাজার করে উপহার প্রাক্তন ছাত্রদের

প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আলহাজ মজিবুর রহমান চৌধুরী, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের অধ্যাপক আফসর হোসেন লস্কর। এছাড়া ইসলামিক বিভিন্ন বিষয়াদির উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপস্থিত উলামায়ে কেরামরা। এদিনের মহফিলে পড়ুয়াদের মধ্যে কিরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে মিলাদ পাঠ করে শাহসূফী জমিলুননবী চৌধুরী বাগপুরীর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোনাই আলিয়া মাদ্রাসার দুই কৃতী শিক্ষককে ৫০ হাজার করে উপহার প্রাক্তন ছাত্রদের
সোনাই আলিয়া মাদ্রাসার দুই কৃতী শিক্ষককে ৫০ হাজার করে উপহার প্রাক্তন ছাত্রদের
Spread the News
error: Content is protected !!