সোনাইয়ে আহাদ ও সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে জিতল নিউ স্টার
অপর ম্যাচে জিতল ইলেভেন স্টার
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার দু’টি ম্যাচে জিতল ইলেভেন স্টার ক্লাব নাগাটিলা ও নিউ স্টার ক্লাব বদরপুর। এদিন প্রথম ম্যাচে ইলেভেন স্টার ক্লাব নাগাটিলা ৫ উইকেটে হারিয়েছে সোনাই এভেঞ্জারকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় সোনাই এভেঞ্জার। প্রথম ব্যাট করতে নেমে এভেঞ্জার। নির্ধারিত ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে আরোষ সিং সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়াও ভাল রান পান মাহমুদ আলম ১৯, শৌভিক চক্রবর্তী ১৭ রান করেন। ইলেভেন স্টার ক্লাব নাগাটিলা দলের হয়ে ইসমাইল মজুমদার ৩, রেজাউল হোসেন ২, আলআমান, মুন্না লস্কর, সাদ্দাম আহমেদ ১টি কর উইকেট পান। জবাবী ব্যাটিঙে ইলেভেন স্টার ১২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের হয়ে মাসুম খান সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়াও রেজাউল হোসেন ২৭, সত্যজিৎ নাথ ২৩, অভিষেক নিয়োগী ১৫ রান করেন। সোনাই এভেঞ্জার দল এর হয়ে আরুষ সিং,সাইদুল রাজ খান, সাজাহান হোসেন ১ টি করে উইকেট পান।
এ দিকে, দিনের অপর ম্যাচে নিউ স্টার ক্লাব বদরপুর ৭ উইকেটে হারিয়েছে সোনাই সুপার কিংসকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বদরপুর। সোনাই সুপার কিংস প্রথম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে আফজল হোসেন সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়াও ভাল রান পান রাহুল ২৬ রান। রাহুল করণ মজুমদার ২৪, অনুপম রায় ২১, প্রিতম বর্ধন ১৭, মুখেশ গোয়ালা ১৫ রান করেন। নিউ স্টার ক্লাব বদরপুরের মোহাম্মদ ইমদাদুর ৩ উইকেট, রাহুল মালাকার ২, আব্দুলা আহমেদ, সাব্বির আহমেদ,জামাল উদ্দিন ১ টি করে উইকেট পান।
১৯০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নিউ স্টার ক্লাব বদরপুর ১৩.৪ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৯০ রান তুলে নেয়। দলের হয়ে আব্দুল আহাদ ৯৪ করেন রান ৩৯ বলে। এতে রয়েছে ৯ টি বিশাল ছয় ও ৬টি চার। সাব্বির আহমেদ ৬০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন মাত্র ২৫ বলে। এতে বিশাল ৭ টি ছয় রয়েছে। সোনাই সুপার কিংস এর সাহার বড়ভূইয়া ২, মাসুদ আহমেদ ১ টি করে উইকেট পান। নিউ স্টার ক্লাব বদরপুর এর সাব্বির আহমেদ এর ঝড়ো ব্যাটিং এর জন্য প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার তাঁকে ৫০০ টাকা নগদ পুরস্কার হিসাবে প্রদান করেন। বুধবার সকালে খেলবে মুনলাইট অ্যাকাডেমি ও এএসইবি ক্লাব।