সোনাবাড়িঘাট-সোনাই পূর্ত সড়ক দ্রুত সংস্কার চেয়ে প্রকৌশলীর সকাশে প্রাক্তন বিধায়ক আমিনুল

সোনাবাড়িঘাট-সোনাই পূর্ত সড়ক দ্রুত সংস্কার চেয়ে প্রকৌশলীর সকাশে প্রাক্তন বিধায়ক আমিনুল

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : সোনাবাড়িঘাট-সেনাই পূর্ত সড়কে স্থানে স্থানে গর্ত হয়ে  মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন বৃহত্তর জনগণ। ঘনঘন সড়ক দুর্ঘটনাও ঘটছে। সপ্তাহদিন আগে ওই সড়কে পরপর দু’টি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি ঘটেছে। আর যেন এমন না ঘটে তার জন্য অবিলম্বে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর।

শুক্রবার তিনি এক প্রতিনিধিদল নিয়ে লোক নির্মাণ বিভাগের ধলাই-সোনাই সড়ক ডিভিশনের কার্যবাহী প্রকৌশলির হাতে স্মারকপত্র তুলে দেন। প্রাক্তন বিধায়ক আমিনুল স্মারকপত্রে উল্লেখ করেছেন সড়কটি সংস্কার কাজের জন্য বছর তিনেক আগে বিভাগ এক ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার কাজে গড়মসি করায় তিন বছরেও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। যে কাজ করা হয়েছে তাও জোড়াতাপ্পি দিয়ে চলছে। বিভাগের কোন নীতিনির্দেশিকা মানা হচ্ছে না। কংগ্রেস নেতা আমিনুল হক নির্ধারিত সময়সীমার মধ্যে মেরামতি সম্পন্ন না করার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে শো-কজ সহ ব্ল্যাক লিস্টেট করার দাবি জানান।

সোনাবাড়িঘাট-সোনাই পূর্ত সড়ক দ্রুত সংস্কার চেয়ে প্রকৌশলীর সকাশে প্রাক্তন বিধায়ক আমিনুল

স্মারকপত্র প্রদানের সময় প্রাক্তন বিধায়কের সঙ্গে ছিলেন দুই প্রাক্তন জিপি সভাপতি যথাক্রমে হামিদুল হক চৌধুরী ও গোলাম ওয়াজিদ বড়ভূইয়া, সোনাই টাউন কংগ্রেস সাধারণ সম্পাদক সাহাদত হোসেন লস্কর, ব্লক কংগ্রেস মুখপাত্র বাবুল আহমদ বড়ভূইয়া, সহসভাপতি জুবাইর আহমদ লস্কর, সমাজসেবী আলম চৌধুরী, মিনুক লস্কর, সাহিদ আহমদ প্রমুখ।

Author

Spread the News