সোনাবাড়িঘাট জিপি কার্যালয় স্থানান্তর

বরাক তরঙ্গ, ২ আগস্ট : সরকারি এক নির্দেশে স্থানান্তর হল সোনাবাড়িঘাট জিপির কার্যালয়। জনসেবা ও প্রশাসনিক সুবিধার স্বার্থে জিপি কার্যালয় সোনাবাড়িঘাট  থেকে সৈদপুর দ্বিতীয় খণ্ডে স্থানান্তরিত করা হল। যদিও সরকারি নির্দেশে সুবিধার কথা উল্লেখ করা হলেও দুর্ভোগ পোহাতে হবে সোনাবাড়িঘাট দু’টি খণ্ডের নাগরিকদের। যে স্থানে কার্যালয় স্থানান্তর করা হচ্ছে সোনাবাড়িঘাট থেকে যাতায়াত করতে গেলে খরচের মুখে পড়বেন এই অঞ্চলের লোকরা।

উল্লেখ্য, দু’টি রেভিনিউ গ্রাম সৈদপুর এবং সোনাবাড়িঘাট নিয়ে নব গঠিত জিপির প্রায় অর্ধেক লোক হচ্ছেন সোনাবাড়িঘাট দু’টি খণ্ডের। কিন্তু গ্রুপের হিসেবে তিনটি রয়েছে সোনাবাড়িঘাটে এবং বাকি সাতটি সৈদপুর এলাকায়। সংখ্যার নিরিখে জিপি কার্যালয় তাদের আওতায় চলে যায়। সোনাবাড়িঘাট কার্যালয়টি বাজার সংলগ্ন এলাকায় ছিল, যদি কোনও ধরনের জেরক্স থেকে শুরু করে যেকোন কাজ করতে হলে লোকদের বাড়তি সুবিধা ছিল। এসব যুক্তির কেউ আর পাত্তা দেয়নি। 

এ দিকে, প্রশাসন এক নোটিশে জানায় সোনাবাড়িঘাট প্রথম খণ্ডে বর্তমান ভবনের তুলনায় সৈদপুর দ্বিতীয় খণ্ডে অবস্থিত অফিস ভবনের অবকাঠামোগত অবস্থা এবং উপযুক্ততা উন্নত হওয়ার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্বাচিত স্থানটি উন্নত অ্যাক্সেসযোগ্যতা এবং জনসেবা প্রদানের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করে।

অফিসের রেকর্ড, আসবাবপত্র এবং সরঞ্জাম নতুন স্থানে সুষ্ঠু ও সময়োপযোগী স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। জনসাধারণের পরিষেবা প্রদানে কোনও বাধা ছাড়াই জিপি অফিসের কার্যক্রম নতুন স্থানে পুনরায় শুরু করতে বলা হয়েছে। ইতিমধ্যে কার্যালয়ের প্রায় সব সামগ্রী ও নথিপত্র স্থানান্তর করার কাজ শেষ হয়েছে।

Spread the News
error: Content is protected !!