মা-কে জীবন্ত পুড়িয়ে মারল ছেলে, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১২ মে : মাতৃদিবসেই মাকে খুন করে এক নরপশু ছেলে। জঘন্য ঘটনাটি সংঘটিত হয় শিবসাগর জেলায়। ৬০-বছর বয়সের এক মহিলাকে তারই ছেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। পরে পুলিশ এসে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে এবং আটক করে ছেলেকে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ নাথ জানান, ঘটনাটি ঘটে শুক্রবার শেষ রাতে। শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় এক গ্রামে নিজের ছেলে মানস গগৈয়ের সঙ্গে থাকতেন বিনা গগৈ নামের ওই মহিলা। দেবজিৎ নাথ বলেন, ‘কোনও এক বিশেষ কারণে গ্রামের মানুষ তাদের সমাজছাড়া করেছিল এবং তাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখতেন না। গ্রামের কোনায় তাদের ঘর এবং সেখানে মা-ছেলে থাকতেন। ছেলের বয়ান, এদিন রাতে বাড়ি ফিরে সে দেখতে পায় তার মায়ের মৃত্যু হয়েছে। যেহেতু গ্রামের লোকেরা তাদের সঙ্গে যোগাযোগ রাখে না, মানস এটাই মৃতদেহ দাহ করতে চেষ্টা করে।’

এলাকার লোকেরা জানিয়েছেন, মানস বরাবর তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত এবং সেদিন রাতেও একই ঘটনা ঘটে। রাগের মাথায় সে তার মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং এতেই মহিলার মৃত্যু হয়। তার চিৎকার শুনে অনেকেই এগিয়ে যান তবে ততক্ষণে মহিলার শরীর অনেকটাই পুড়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন এবং পুলিশের সহায়তায় বিনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার লোকেরা বলেন, ‘মানস বহুবার তার মাকে মারধর করেছে। বিশেষ করে রাতে মদ্যপান করার পর সে এধরনের ব্যবহার করত। তবে শুক্রবার তার অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় এবং নিজের মাকে জীবন তো পুড়িয়ে মারে। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’

Author

Spread the News