ক্রিকেট দলকে খেলার সরঞ্জাম দিল খোঁজ সামাজিক সংস্থা

বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলচরের খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার নিজস্ব ক্রিকেট দল এবারও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘সি ডিভিশন ক্রিকেট’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।  মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে টি শার্ট, ট্রেক স্যুট সহ খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি ডাঃ মাসুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সরঞ্জাম  প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক-সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, বক্তারুজ্জামান লস্কর প্রমুখ।

শুরুতে খোঁজ  সংস্থার সম্পাদক সজল লস্কর জানান,গত বছরও সি ডিভিশন ক্রিকেটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের দল ভাল পারফরমেন্স করেছিল। তিনি আশা করেন এবারও দল ভাল পারফরমেন্স প্রদর্শন  করতে সক্ষম হবে। খেলোয়াড়দের উৎসাহিত করতে এবারও টি শার্ট, ট্রেক স্যুট ও খেলার সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। টি শার্ট পাওয়া গেছে খোঁজ এর কনিষ্ঠ সদস্য স্মিথ লস্করের সৌজন্যে। অন্যান্য সরঞ্জাম ক্রয় করা হয়েছে সংস্থার সদস্যদের আর্থিক অনুদানে।

ক্রিকেট দলকে খেলার সরঞ্জাম দিল খোঁজ সামাজিক সংস্থা

সভাপতি ডাঃ মাসুম বলেন, খোঁজ ইতোমধ্যে সফল ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা আয়োজন করেছে।তিনি সি ডিভিশ ক্রিকেট প্রতিযোগিতায় দলের সাফল্য কামনা করেন। প্রসঙ্গক্রমে সভাপতি জানান, খোজের উদ্যোগে এবারও গণ ইফতার কর্মসূচি শুরু হয়েছে।  খোঁজ  ক্রীড়া সামাজিক সংস্থার ক্রিকেট দলে প্রতিভাবান ক্রিকেটার থাকায় এবারও নজরকাড়া সাফল্য প্রদর্শন করতে সক্ষম হবে বলে আশা করেন সম্মানিত অতিথি সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। দলের অধিনায়ক মুন্না লস্কর, সহ-অধিনায়ক দীপজয় পাল সহ অন্যান্যদের হাতে টি শার্ট, ট্রেকস্যুট ও ক্রীড়া, সরঞ্জাম তুলে দেন সভাপতি, সম্পাদক, অতিথি সহ তাহেরা লস্কর, রেজওয়ান খান, বক্তারুজ্জামান লস্কর প্রমুখ।

ক্রিকেট দলকে খেলার সরঞ্জাম দিল খোঁজ সামাজিক সংস্থা

Author

Spread the News