সিকিমে নেই ফুল, ৩২ এ ৩১টিতেই জয়ী এসকেএম
২ জুন : অরুণাচল প্রদেশে জয়জয়কার হলেও সিকিমে পদ্ম ফুটাতে পারল না বিজেপি। রেকর্ড ভোট পেয়ে ফের সরকারে ফিরছে সিকিম ক্রান্তি মোর্চা। আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেম সিং তামাং।
সিকিম বিধানসভার নির্বাচন হয়েছিল লোকসভা ভোটের মধ্যে। রবিবার ছিল সেই ভোটের ফলাফল প্রকাশ। তাতে সিকিমের ৩২টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতেই জয়ী হয়েছে এসকেএম। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার সিকিমে সরকার গড়তে চলেছেন প্রেম সিং তামাং। মুখ থুবড়ে পড়েছে চামলিংয়ের দল।