নেপালের জেল থেকে পালানো ৩৫ জন বন্দিকে পাকড়াও এসএসবির, হিংসায় মৃত বেড়ে ৩১

১১ সেপ্টেম্বর : নেপালের জেল থেকে পালানো ৩৫ জন বন্দিকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি (সশস্ত্র সীমা বল)। এদের মধ্যে ২২ জনকে উত্তরপ্রদেশ, ১০ জনকে বিহার এবং তিনজনকে বাংলার ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

বুধবার বীরগঞ্জ সহ নেপালের চার জেলায় জেল ভাঙার চেষ্টা হয়। প্রায় ১৬০০ বন্দি বিভিন্ন জেল থেকে পালিয়েছেন। দেশটির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বাঁকের সংশোধনাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করতেই গুলি চালায় পুলিশ। এতে পাঁচ জনের মৃত্য হয়। জেল থেকে পালানো বন্দিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে বলে খবর। সেকারণে পানিট্যাঙ্কি সহ সমস্ত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, কাঠমান্ডুতে ‘জেনারেল জেড’ বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। এদের মধ্যে ২৫ জনের পরিচয় জানা গিয়েছে। তবে ছয়জনের পরিচয় এখনও অজানা। হিংসায় ১,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। শান্তি ফেরানোর চেষ্টা করছে নেপালের সেনাবাহিনী।

Spread the News
error: Content is protected !!