ভেজাল মদ খেয়ে প্রাণ গেল ১৫ জনের

১৩ মে : ভেজাল মদ খেয়ে মৃত্যু হল ১৫ জনের। গুরুতর অসুস্থ ৬ জন। সোমবার পঞ্জাবের অমৃতসরের মাজিথা এলাকায় ঘটনাটি ঘটেছে। মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মূল সরবরাহকারী সাহাব সিংয়ের নাম। পুলিশ তাকেও গ্রেফতার করেছে। পুলিশের তরফে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

অমৃতসরের এসএসপি (গ্রামীণ) মনিন্দর সিং বলেছেন, ‘সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আমরা খবর পাই, ভেজাল মদ পান করে কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তদন্তে নেমে দ্রুত ভেজাল মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি এফআইআর দায়ের হয়েছে।’

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সাহনি বলেন, ‘মাজিথায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা গতকাল রাতে জানতে পারি, ৫টি গ্রামের কিছু মানুষ ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। আমরা ওই মদ সরবরাহকারীদের গ্রেফতার করেছি। তদন্ত শুরু করা হয়েছে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

ভেজাল মদ খেয়ে প্রাণ গেল ১৫ জনের

Author

Spread the News