ভগিনী নিবেদিতা রাখি বন্ধন পালন শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ভারতের নানা প্রান্ত থেকে এসে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। তাঁরা সীমান্ত সুরক্ষা ও নাগরিকরা যাতে শান্তিতে থাকতে পারেন তার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রাখি পূর্ণিমার মহান দিনে সীমান্তের ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে রাখি পরিয়ে দিলেন ভারত-বাংলা সীমান্ত জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভগিনী নিবেদিতা। শনিবার তারা স্টিমারঘাট বিএসএফ ক্যাম্প, শ্রীভূমি সদর থানায় পুলিশকে ও জেলা আয়ুক্তের বাংলোয় গিয়ে প্রদীপ কুমার দ্বিবেদি র হাতে রাখি পরিয়ে ভাই বোনের ভাতৃত্বের বার্তা তুলে ধরেন।

এ প্রসঙ্গে জেলা আয়ুক্ত বলেন, রাখি উৎসব একটি ঐতিহ্যবাহী সনাতনিদের বার্ষিক উৎসব। ভারত সহ দক্ষিণ এশিয়ায় নানা দেশে পালিত হয়। তবে ভারতে এই উৎসবের কেন্দ্রবিন্দু। তবে এখন  বিশ্বের অন্যান্য অংশেও পালিত হয়। যদিও এই উৎসব মূলত হিন্দু সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এই দিনে, সকল বয়সের বোনেরা তাদের ভাইদের কব্জিতে রাখি বেঁধে দেয়। তিনি এই উৎসবের মাধ্যমে সমাজের ঐক্য ও সংহতি ভাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেন।

Spread the News
error: Content is protected !!