সাব-জুনিয়র ফুটবল রাজ্য দলে শিলচরের জেফরিকসন

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : জাতীয় সাব-জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য রাজ্য দলের স্কোয়াডে স্থান পেলেন শিলচরের উদীয়মান ফুটবলার জেফরিকসন বারলই। এবার প্রতিযোগিতার আসর বসবে পঞ্জাবের অমৃতসরে। এরআগে রাজ্যদলের প্রস্তুতি শিবির হয়েছিল দুলিয়াজানে। বাছাই শিবিরে শিলচরের আরেক খুদে ফুটবলার ছিল মালাঙবা সিংহ। অবশ্য শেষ স্ক্রিনিংয়ে ছিটকে যায় মালাঙবা। জেফরিনসন ও মালাঙবা দুজনেই যথেষ্ট প্রতিভাশালী। রাজ্য দলের হয়ে খেলার যোগ্যতা রয়েছে দুজনেরই।

উল্লেখ্য, জেফরিনসন শিলচর ফুটবল অ্যাকাডেমির একজন নিয়মিত প্রশিক্ষার্থি। তার দলে সুযোগ পাওয়ার জন্য অ্যাকাডেমির সদস্যরা উৎফুল্লিত। হোয়াটস অ্যাপে অনেকেই অভিনন্দন জানানোর পাশাপাশি খুশি ব্যক্ত করেছেন।

Spread the News
error: Content is protected !!