বোকাখাতের রহস্যজনক ব্যাটিং ব্যর্থতায় বিদায় শিলচরের

নুরুদ্দিন আহমদ ট্রফি ক্রিকেট

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুন : নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটের সেমিফাইনালে যেতে পারল না শিলচর। বোকাখাত বনাম তেজপুর ম্যাচের রহস্যজনক ফলাফলে ছিটকে গেল অভিষেক ঠাকুরি অ্যান্ড কোম্পানি। ডিফুর পাঁচ মাইল ক্রিকেট গ্রাউন্ডে বাজে আবহাওয়া ও খারাপ মাঠের জন্য প্রথম দু’দিন খুব বেশি খেলা হয়নি। রবিবার প্রথম দিন ২০.৩ ওভারে ৪ উইকেটে ৩৮ রান করেছিল বোকাখাত। সোমবার পুরো দিনের খেলা ভেস্তে যায়। মঙ্গলবার ৬৯ রানে বোকাখাত প্রথম ইনিংস শেষ করে। তাদের বমবম ঠাকুর ব্যাট করতে আসেননি।
জবাবে তেজপুর ৩৫ ওভারে ১৮০ রান তুলে নেয়। এর মধ্যে রজ্জাকউদ্দিন আহমদ আটটি ছক্কা ও দু’টি চারের সাহায্যে করেন ৫০ বলে ৮৪ রান। এছাড়া গৌরব শইকিয়া ২৫ও ইমরান শাহ ১৮ রান করেন। বোকাখাতের রোশন আলম পাঁচ উইকেট নেন। এরপর বোকাখাত দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং করল, সেটা পুরোটাই সন্দেহজনক। ১৭ ওভারে সাকুল্যে ১৮ রান করে তারা অলআউট হয়ে যায়। এবারও বমবম ঠাকুর ব্যাট করেননি। সিদ্ধার্থ শর্মা নেন পাঁচ উইকেট। ম্যাচটা এক ইনিংস ও ৯৩ রানে জিতে নেয় তেজপুর।

এই বোকাখাত দলকেই ইনিংস ও ৬৪ রানে হারিয়েছিল শিলচর। সেই ম্যাচে শিলচরের স্কোর ছিল ৩৪২ রান। বোকাখাত ১৫৫ এবং ১২৫ রান করেছিল। সেই দলটি তেজপুরের সঙ্গে ৬৯ এবং ১৮ রান করে দু’বার কীভাবে আউট হয়ে যায়, সেটাই রহস্যজনক। এর ফলে রানরেটে তিন দলীয় গ্রুপের শীর্ষে পৌঁছে যায় তেজপুর। তাদের রানরেট ৩.৭২৪। অন্যদিকে, শিলচরের রানরেট ছিল ২.৪৬০। দুই ইনিংস মিলিয়ে বোকাখাত আরও ৪৫ রান করে ফেললে শিলচর
সেমিফাইনালে কোয়ালিফাই করে নিত। কিন্তু বোকাখাতের টানা দুই ইনিংসে এরকম ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এই বোকাখাত দল কিন্তু গ্রুপ পর্যায়ে গোলাঘাটকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল। এছাড়া হোজাইয়ের বিরুদ্ধে তারা জেতে ১০ উইকেটে। উভয় ম্যাচ থেকেই বোনাস পয়েন্ট পেয়েছিল তারা। কিন্তু মঙ্গলবার সেই দলটির কোনও ব্যাটারই দুই অঙ্কের রান পেলেন না। এভাবে চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা থাকা সত্বেও তেজপুর-গোলঘাট ম্যাচের এই ফলাফলের পরিপ্রেক্ষিতে নুরুদ্দিন ট্রফি থেকে ছিটকে গেল শিলচর। প্রসঙ্গত, শিলচর বনাম তেজপুর ম্যাচে বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি।

এদিকে, নগাঁওয়ে করিমগঞ্জের সম্ভাবনা এখনও অটুট রয়েছে। বিগ্রুপে তিনসুকিয়ার কাছে ৭৪ রানে হেরে গেছে নগাঁও। এর আগে করিমগঞ্জ দল হেরেছিল নগাঁওয়ের কাছে, মাত্র ৩ রানে। এখন বৃহস্পতিবার শুরু হবে করিমগঞ্জ বনাম তিনসুকিয়া ম্যাচ। এতে করিমগঞ্জ জিতলে রানরেটের বিচারে সেরা দলই সেমিফাইনালে যাবে। তবে তিনসুকিয়াকে স্রেফ ড্র করলেই চলবে। সেক্ষেত্রে তারা শেষ চারের যোগ্যতা অর্জন করবে।

Author

Spread the News