জিরিবামে অপহরণের পর হত্যা, জঘন্য ঘটনার ধিক্কার শিলচর মহিলা কংগ্রেসের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কুকি-মার উগ্রপন্থীরা ৬জন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল শিলচর জেলা মহিলা কংগ্রেস। ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মঙ্গলবার মৃতদের আত্মার চিরশান্তি কামনায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তাঁরা মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংস লীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবতা বিরোধী বলে মন্তব্য করেছেন তাঁরা। ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত মরদেহ সমঝে নেবেন না বলেও জানিয়েছেন তাঁরা। কাছাড়-মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মহিলা জেলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী, অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবনিতা মজুমদার, লক্ষ্মীদেবী সিংহ, মৈরাংলাই সিংহ, বিজুরানি সিংহ, যশোদা সিনহা, বেলা দে, ফতিমা আল-মামন প্রমুখ।