“জাতীয় সম্প্রচার দিবস” পালন শিলচর ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : “জাতীয় সম্প্রচার দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। বুধবার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক অনুষ্ঠান আয়োজন করা হয় অল ইন্ডিয়া রেডিও, শিলচর প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রাম বিভাগের প্রধান ঋতব্রত ভট্টাচার্য। এ দিন তাঁর হাতে কুশপ্রসাদ যাদব সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), শান্তনু কর্মকার সহকারী ইঞ্জিনিয়ার, কৃষ্ণেন্দু চক্রবর্তী সহকারী ইঞ্জিনিয়ার, হিমাদ্রী চক্রবর্তী ট্রান্সমিশন এক্সিকিউটিভ প্রমুখ উপস্থিতিতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানের সূচনায় বক্তব্য প্রদান করেন গাইডিং লায়ন সঞ্জীব রায়। তিনি এই ঐতিহ্যবাহী দিনের তাৎপর্য এবং সমাজে রেডিওর বিভিন্ন ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন।

“জাতীয় সম্প্রচার দিবস” পালন শিলচর ভ্যালি ভিউর

মূলবক্তা ঋতব্রত ভট্টাচার্য রেডিওর ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে রেডিওর অপরিসীম অবদান প্রসঙ্গে। তিনি অল ইন্ডিয়া রেডিও, শিলচরের পক্ষ থেকে ক্লাব ভ্যালি ভিউকে এই সদর্থক ও সচেতনমূলক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এই উদ্যোগ তাদের গোটা দলকে আরও উৎসাহ এবং উদ্দীপনার সাথে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে।

“জাতীয় সম্প্রচার দিবস” পালন শিলচর ভ্যালি ভিউর
“জাতীয় সম্প্রচার দিবস” পালন শিলচর ভ্যালি ভিউর

অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, মিনারা লস্কর, সুবীর দে এবং প্রোজেক্ট চেয়ারপার্সন পুষ্পাবতী রায়।
এটি ছিল ৯৮তম জাতীয় সম্প্রচার দিবস, এবং ক্লাব ভ্যালি ভিউ এই ঐতিহাসিক দিনের শতবর্ষ (২০২৭ সালে) আরও বড় পরিসরে উদযাপন করার অঙ্গীকার গ্রহণ করেছে।

Spread the News
error: Content is protected !!