শিলচরে দুর্গাপূজায় যান নিয়ন্ত্রণে ব্যারিকেট ও নো-এন্ট্রি বোর্ড হস্তান্তর

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচরে দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতে ৫৬টি ব্যারিকেট ও ৫২টি নো-এন্ট্রি বোর্ড হস্তান্তর করা হয়েছে। সোমস্ কমিউনিকেশন এবং ইঞ্জিন তৈল কোম্পানির যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি কাছাড় জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং শিলচর সদর থানার পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন সোমস্ কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও ইঞ্জিন তৈলের শিলচর অ্যারিয়া ম্যানেজার গৌতম দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস, বিনোদ ভর্তা, পরমেশ্বর শর্মা প্রমুখ।

শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কাছাড় জেলা পুলিশ প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শহরের মানুষকে আইন মেনে শান্তিপূর্ণভাবে চারদিনের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।