শিলচর সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনাল বৃহস্পতিবার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার। সকাল নয়টা থেকে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া ক্লাব ও ইটখলা এসি।
খেলা শেষে বিকেলে হবে পুরস্কার বিতরণ। এই অনুষ্ঠনে অতিথি হিসেবে থাকবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়।
প্রসঙ্গত, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষচারে উঠেছিল ইউনাইটেড ক্লাব। তাদের ১৮১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইটখলা। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী টাউন ক্লাবকে পরাজিত করে ফাইনালে পৌঁছয় ২০২৩ এবং ২০২৪ সালের চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। শুধু তাই নয়, উভয় দলই লিগের ম্যাচে পরাজয়ের বদলা নেয়। এবার যদি ফাইনালেও বদলার প্রসঙ্গ ওঠে, তাহলে ম্যাচটা ইন্ডিয়া ক্লাবেরই জেতার কথা। গত ১১ জানুয়ারি লিগের ম্যাচে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে ৫ রানে জিতেছিল ইটখলা।
দল হিসেবে ইন্ডিয়া ক্লাবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ বেশি। অন্যদিকে, ইটখলায় নামীদামি তারকাদের ছড়াছড়ি। কিন্তু তাদের বেশিরভাগই কেরিয়ারের সায়াহ্নে এসে গেছেন। রেহান মজুমদার, প্রীতম দাস, সাদেক ইমরান চৌধুরী, অধিনায়ক শমীক দাস এই তালিকায় উল্লেখযোগ্য নাম। নামে হেভিওয়েট হলেও শরীর তাদের সঙ্গ দিচ্ছে না। অভিষেক ঠাকুরির মতো ফিট খেলোয়াড়দের ওপর বরং বেশি ভরসা করা যায়। এরপরও প্রীতম-শমীক-রেহানরা মাঠে দর্শক টানার ক্ষমতা রাখেন, বুদ্ধি দিয়ে খেলারও ক্ষমতা আছে তাদের। তাই, ইটখলাকে কিছুতেই হাল্কাভাবে নেওয়ার অবকাশ নেই। বোলিংয়ে সাদেকের স্পিন এখনও খুব বিষাক্ত। ১৭ উইকেট নিয়ে সুপার ডিভিশনে তিনি সবার উপরে। তিন নম্বরে রয়েছেন ইটখলার রেশভ দীপক। ১০ উইকেট রয়েছে তার।
অন্যদিকে, ইন্ডিয়া ক্লাবের সেরা বোলার তাদের অধিনায়ক যোগেশ্বর ভূমিজ। তিনি এ পর্যন্ত আটটি উইকেট নিয়েছেন। অভিলাস গগৈয়েরও রয়েছে আট উইকেট। সাতটি নিয়েছেন অভিষেক দেব। অভিষেকর ব্যাটের হাতও ভাল। এছাড়া কাল ব্যাটিংয়ে অমিত যাদব, মানসজ্যোতি গগৈ ও সমীর সিনহার দিকে চোখ থাকবে ইন্ডিয়া ক্লাবের সমর্থকদের। সব মিলিয়ে ফাইনালে ভাল লড়াই আশা করা যায়।