শিলচর সৎসঙ্গ আশ্রমে রক্তদান শিবির
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : কাছাড় ক্যান্সার হাসপাতাল ও বরাক ভ্যালি ভোলেন্টারি ব্লাড ডোনারস্ ফোরামের যৌথ উদ্যোগে শিলচর সৎসঙ্গ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের শুরু হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। বক্তব্যে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের পরিচালনা কমিটির সম্পাদক অনুপকুমার বিশ্বাস জানান, সোমবার শ্রীশ্রী বড়দার শুভ আগমন স্মরণ উৎসব উপলক্ষে শিলচর সৎসঙ্গ আশ্রমে পালিত হচ্ছে, এই স্মরন উৎসবকে ঘিরে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতায় আগামীদিনেও যেন এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির চালিয়ে যেতে পারবেন বলে আশাবাদী তিনি। কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ডাঃ দিলোওয়ার হুসেন জানান, অন্য কাউকে সবচেয়ে মূল্যবান উপহার যা দেওয়া যেতে পারে তা হল জীবনের উপহার অর্থাৎ রক্ত। এটি জীবনের সারমর্ম।
এদিন অন্যান্যদের কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, অমল পাল মহাশয়েরা নিজ-নিজ বক্তব্যে রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে। সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩ জন মহিলা ও ৪২ জন পুরুষ রক্তদান করেন এবং উনাদের হাতে একটি করে শংসাপত্র ও মেডেল প্রদান করা হয়।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে চম্পক দত্ত, তাপস দত্ত, জয় দাস, শংকর প্রসাদ মৈত্র, সুভাষ পাল, বাবুল ভট্টাচার্য, বোরাক বেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি সভাপতি মনোজ পাল, সহ-সভাপতি জয় বড়দিয়া, জেলা কমিটির সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সুজয় নাথ, রন্টু মিশ্র, গৌরী দেবনাথ, তাপস রায় এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সাদিক আহমেদ, অঞ্জলি সিনহা, বাপ্পা দাস প্রমুখেরা।
