প্রতিষ্ঠা দিবসে ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের সম্মাননা শিলচর রেফারিজ ওয়েলফেয়ার কমিটির

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : প্রতি বছরের মতো এবারেও নানা কার্যসূচির মধ্যে দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর জেলা ভিত্তিক ফুটবল রেফারিজ ওয়েলফেয়ার কমিটি। বুধবার রামপুর চা বাগানে এনিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন তারা। প্রতিষ্ঠা দিবসের কার্যসুচির মধ্যে প্রথমে আয়োজক কমিটির পতাকা উত্তোলন করেন সভাপতি নির্মল ভট্টাচার্য  সহ সংগঠনের সদস্য ও অতিথিরা। পরে প্রতিবারের মতো এবারেও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় রেফারি তথা সভাপতি নির্মল ভট্টাচার্যের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে দিনটি উদযাপনের মাহাত্ম্য ও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি সহ অতিথিরা।

পরে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি বহুল পরিচিত শল্য চিকিৎসক ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, রামপুর বাগানের বড়বাবু মণিলাল নাথ এবং দুই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক যথাক্রমে ইকবাল বাহার লস্কর ও বেদব্রত ব্যানার্জিকে। তাদেরকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সংস্থার সদস্যরা। পরে নিজেদের মধ্যে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠা দিবসে ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের সম্মাননা শিলচর রেফারিজ ওয়েলফেয়ার কমিটির

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল রেফারিজ ওয়েলফেয়ার কমিটির সচিব শৈলেন্দ্র চন্দ্র দাস, সহকারী সচিব সমীর রঞ্জন সিনহা, মুখ্য উপদেষ্টা কিশোর ভট্টাচার্য, নির্মল সিং, ওম প্রকাশ সিং, কমরুজ্জামান লস্কর, নিরূপম দাস প্রমুখ। প্রতিষ্ঠা দিবসে সংস্থায় দুই নতুন দুই সদস্য বিজয় তন্তু ভাই ও শিবদাস তেলীকে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়।

Author

Spread the News