শিলচর মেহেরপুরে সরকারি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির, পুড়ল ঘাতক স্করপিও, অবরোধ,
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর বটেরতল শিব মন্দিরের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা এলাকায়। বৃহস্পতিবার সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি সিপিডব্লিউডির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু’জনকে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে কাজ করতে থাকা ব্যক্তির (চালক) ওপর উঠে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সুশীল দাস নামে ওই ব্যক্তি (৩৮)।

দুর্ঘটনার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ জনতা ঘাতক সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পরে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার পুলিশ, রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্ট ও ট্রাফিক বিভাগের কর্মীরা। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানাপোড়েনের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কাছাড় জেলা সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”
এদিকে, নিহতের পরিবার ও এলাকাবাসী দোষী চালকের কড়া শাস্তি এবং নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন। সুদাম দাসের ছেলে প্রয়াত সুশীল দাস।