শিলচরে মাড়োয়ারি সম্মেলনের প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ সম্মেলন

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আগামী ২২ ও ২৩ মার্চ দু’দিনব্যাপী শিলচরে মাড়োয়ারি সম্মেলনের ১৭তম প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান রংপুরের সাগরিকা রিসোর্টে অনুষ্ঠিত হবে। রবিবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর মাড়োয়ারি সম্মেলনের সভাপতি মূলচান্দ বৈদ, সম্মেলনের চেয়ারম্যান বুধমল বৈদ, মাড়োয়ারি সম্মেলনের সাধারণ সম্পাদক মদন রাঠি, সম্মেলনের সম্পাদক প্রদীপ সুরানা, মাড়োয়ারি মহিলা সম্মেলনের সভানেত্রী সুন্দরী দেবী পাটোয়া । তাঁরা জানান, শিলচরে মাড়োয়ারি সম্মেলনের ৯০ বছর হয়েছে। আর শিলচরে এই প্রথম মাড়োয়ারি সম্মেলনের প্রাদেশিক ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ সম্মেলন অনুষ্ঠিত হবে। মাড়োয়ারি সম্মেলনকে কেন্দ্র করে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।  

এই ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ সম্মেলনে অখিল ভারতীয় মাড়োয়ারি সম্মেলনের রাষ্ট্রীয় সভাপতি শিব কুমার লোহিয়া, সম্পাদক কৈলাশপতি টুডি, পূর্বোত্তর সভাপতি  কৈলাশ কাবঢ়া সহ দেশের বিভিন্ন স্থানের মাড়োয়ারি সম্মেলনের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। তাঁরা জানান, ‘শ্রেষ্ঠ পূর্বোত্তর’ সম্মেলন তিন শতাধিক লোকের সমাবেশ হবে। মাড়োয়ারি সম্মেলনের সাংগঠনিক সভা সহ মাড়োয়ারি সমাজের ব্যবসার পাশাপাশি সমাজ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ হবে।

শিলচরে মাড়োয়ারি সম্মেলনের প্রাদেশিক 'শ্রেষ্ঠ পূর্বোত্তর' সম্মেলন

রাজীব ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হবে। মহিলা ও যুবদের সমগ্র উত্তর-পূর্ব এবং কলকাতা থেকে আগত অতিথিদের থাকার ব্যবস্থা এবং খাবার সরবরাহ করার এবং বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং বাই রোডে আসা লোকদের থাকার জায়গায় স্বাগত জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, উত্তর-পূর্ব প্রাদেশিক মাড়োয়ারি সম্মেলন ১৯৩৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।

Spread the News
error: Content is protected !!