শিলচর হালকাঘরের ইমাম খান প্রয়াত

বরাক তরঙ্গ, ১৩ মে : শিলচর চামড়াগুদাম এলাকার হালকায়ে ইব্রাহিমি নকশবন্দী মুজাদ্দিদি রামপুরী তথা হালকাঘরের ইমাম মওলানা একলিল আহমেদ খান  শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। রবিবার রাতে ১ টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। প্রয়াত ইমাম একলিল আহমেদ খান কিছু দিন থেকে লিভার জনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। রাতে হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিতি মহলে শোকের আবহ তৈরি হয়। বিকেল তিনটায় তাঁর জানাজার নামাজ আদায় সম্পন্ন হয়।

শিলচর হালকাঘরের ইমাম খান প্রয়াত
Spread the News
error: Content is protected !!