শিলচর হাইলাকান্দি রোডে চোরের হানা

বরাক তরঙ্গ, ১৮ জুন : শিলচর হাইলাকান্দি রোডে অবস্থিত বিনয় বাদল লেন ৩৬ নম্বর বাড়িতে চুরির ঘটনা ঘটল। লেনের অধ্যাপক রূপম রায়ের ভাড়াটের ঘরে চুরি কাণ্ডটি সংঘটিত হয়। কাটাখাল কালীনগরের এনসি দে কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর জিতেশকুমার সুরানা তিন বছর ধরে রূপম রায়ের ভাড়া বাড়িতে বসবাস করছেন। তিনি বুধবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো। আলমিরা খোলা, এটিএম কার্ড ব্যাঙ্ক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পড়ে থাকলেও নেই স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে মোবাইল ফোন। এরপর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এফআইআর করেন। পুলিশ এসে তদন্ত শুরু করে।

শিলচর হাইলাকান্দি রোডে চোরের হানা
Spread the News
error: Content is protected !!