শিলচর জেলা কংগ্রেসের নবনিযুক্ত পদাধিকারীদের নিয়োগপত্র প্রদান

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের মধ্যে নিয়োগপত্র প্রদান করলেন জেলা সভাপতি সজল আচার্য। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ-তত্ত্বাবধায়ক শরিফা রহমান। তৎসঙ্গে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি শরিফুজ্জামান লস্কর, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির PAC সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শিলচর জেলা কংগ্রেসের প্রবীণ নেতা ও অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পদাধিকারীদের উৎসাহ জোগান।

সভাপতি সজল আচার্য বক্তব্যে নবনিযুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সকলকে একযোগে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

শিলচর জেলা কংগ্রেস কমিটি আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন এবং কংগ্রেসের নীতি-আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Spread the News
error: Content is protected !!