বিশ্ব ক্যান্সার দিবসে শিলচর ক্যান্সার সেন্টারের বিভিন্ন কর্মসূচি
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শিলচর ক্যান্সার সেন্টার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করল বিশ্ব ক্যান্সার দিবস। মঙ্গলবার সচেতনতা র্যালি ও সভার আয়োজন করা হয়। এ দিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে সচেতনতা, প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের উপর গুরুত্বারোপ করে শিলচর ক্যান্সার সেন্টার।
এদিন বর্ণাঢ্য ক্যান্সার সচেতনতা র্যালি-র উদ্বোধন করেন প্রবীণ রেডিয়েশন অনকোলজিস্ট ডাঃ ফুলকুমারী তালুকদার। স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মীরা শহরের বিভিন্ন স্থানে গিয়ে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন।
শিলচর ক্যান্সার সেন্টারে এক বিশেষ সচেতনতা সভার উদ্বোধন করেন মেডিক্যালের সুপারিনটেনডেন্ট ডাঃ বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ শিবানন্দ রায়।
সভায় জেলা আয়ুক্ত, মৃদুল যাদব বলেন, “ক্যান্সার একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা এবং সচেতনতার মাধ্যমেই আমরা এটিকে মোকাবিলা করতে পারি। জেলা প্রশাসন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় এবং সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সুনিশ্চিত করতে সিলচার ক্যান্সার সেন্টারের পাশে সর্বদা থাকবে।”
এ দিন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর সহযোগিতায় ট্রাক চালকদের জন্য এক বিশেষ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করা হয়। শিবিরে ৫৩ জন ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষা করা হয়, যার মধ্যে ৭ জনের প্রাক ক্যান্সার অবস্থায় ধরা পড়ে এবং তাঁদের দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।