শিলচর বার সংস্থার সভাপতি-সম্পাদক ফের দুলাল-নীলাদ্রি

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : শিলচর বার সংস্থার ফের সভাপতি দুলাল মিত্র ও নীলাদ্রি রায় সম্পাদক হলেন। শুক্রবার কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন সংস্থার বর্ষিয়ান সদস্য আইনজীবী অশোক পাল চৌধুরী। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে  ৩টে পর্যন্ত। ভোট গ্রহণের পর রিটার্নিং অফিসার দীপক দেবের তত্ত্বাবধানে শুরু হয় গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণা হলে দেখা যায় সভাপতি পদে দুলাল মিত্র ৩২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে অন্য প্রার্থী সুমিতা সোম পোদ্দার পেয়েছেন ২৭৩ টি ভোট। সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দিতায় লড়াই হয়েছে। বিজয়ী নীলাদ্রি রায় পেয়েছেন ২২৭ দ্বিতীয় স্থানে অমলাভ দাস পেয়েছেন ২০৯ ভোট। তৃতীয় প্রার্থী আব্দুল হাই লস্কর পেয়েছেন ১৫৯ ভোট।  সহ-সভাপতি (উন্মুক্ত) পদে ৩০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন পঙ্কজকান্তি দে। এই পদে পঙ্কজ অনেকটাই একতরফাভাবে জয়ী হয়েছে। অন্য ৩ প্রার্থীর মধ্যে শুভাশিস চক্রবর্তী পেয়েছেন ১০৬, জ্যোতি প্রকাশ ভট্টাচার্য-৮৬ এবং সুকুমার দত্ত পেয়েছেন-৭০ ভোট।

যুগ্ম সম্পাদক (মহিলা সংরক্ষিত) পদে জয়ী পঞ্চমী নাথ পেয়েছেন ২৭৯ ভোট। অন্য দুই প্রার্থী সোমা দাস-২১১ এবং কল্পিতা সেন পেয়েছেন ৯০টি ভোট। সহকারি সম্পাদক পদে জয়ী দেবদুলাল চৌধুরী পেয়েছেন ৩৫০ ভোট। দ্বিতীয় প্রার্থী বিশ্বদীপ চৌধুরীর পক্ষে পড়েছে ২২৬ ভোট। সাংস্কৃতিক সহকারি সম্পাদক পদে লড়াই হয়েছে একেবারে কাটায় কাটায়। এই পদে জয়ী ঝিমলি পাল পেয়েছেন ২৩৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সুপর্ণা দত্ত চৌধুরী পেয়েছেন ২৩২ ভোট। তৃতীয় প্রার্থী লিপিকা বিশ্বাসের পক্ষে

Spread the News
error: Content is protected !!