সিদ্ধার্থের আঞ্চলিক ভাষায় “মামনের চিঠি” সিনেমা শীঘ্রই ইউটিউবে

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : হাইলাকান্দি জেলার জানকিবাজার এলাকার সিদ্ধার্থ সিনহা বরাকে এই প্রথমবারের আঞ্চলিক ভাষায় একটি সিনেমা নির্মাণ করলেন। পরিচালক তথা অভিনেতা সিদ্ধার্থ সিনহার আঞ্চলিক ভাষায় “মামনের চিঠি” নামের একটি প্রেম কাহিনী ভিত্তিক একটি চলচ্চিত্র তৈরি করেছেন।

সিদ্ধার্থ সিংহা জানান, এই সিনেমাটির শুটিং বাংলাদেশ, কলকাতা, ত্রিপুরা, মেঘালয় সহ হাইলাকান্দির জানকিবাজারে ক্লাইম্যাক্স সিন গুলোর শুটিং করা হয়। সিদ্ধার্থ সিংহা বিগত কয়েক বছর থেকে অসমিয়া চলচিত্রে ও মুম্বাই বলিউডের বেশ কয়টি চলচ্চিত্রে ছোট রোলের অভিনয় করেছেন এবং সেই অভিজ্ঞতার সুবাদে তিনি বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় “মামনের চিঠি” নামে চলচ্চিত্র তৈরি করতে পেরেছেন।

সিদ্ধার্থের আঞ্চলিক ভাষায় "মামনের চিঠি" সিনেমা শীঘ্রই ইউটিউবে

সিনেমাটির মধ্যে এই অঞ্চলের শিল্পীরাও অভিনয় করেছেন এবং বাংলাদেশের গায়িকা তোশিবা বেগম, লাভলি সিনহা, শোভন দালাপতি, এনআর নয়ন প্রমখ গান গেয়েছেন। তাই তিনি এই অঞ্চলের আঞ্চলিক ভাষা‌ প্রেমিক সবাইকে সিনেমাটি অল্প দিনের মধ্যে সিদ্ধার্থ সিনহা ইউটিউব চ্যানেলে দেখার অনুরোধ জানান।

সিদ্ধার্থের আঞ্চলিক ভাষায় "মামনের চিঠি" সিনেমা শীঘ্রই ইউটিউবে
সিদ্ধার্থের আঞ্চলিক ভাষায় "মামনের চিঠি" সিনেমা শীঘ্রই ইউটিউবে
Spread the News
error: Content is protected !!