শরৎপল্লীর বাসিন্দা শ্যামলকুমার দাস প্রয়াত
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : প্রয়াত হলেন শিলচর শরৎপল্লীর বাসিন্দা শ্যামলকুমার দাস। তিনি আসাম সরকারের জলসম্পদ বিভাগে চাকরি করে প্রায় পাঁচ বছর হয় অবসর নিয়েছেন। তিনি পরোপকারী নিষ্ঠাবান সমাজ সেবী হিসেবে শরৎপল্লীতে সুপরিচিত ছিলেন। কয়েক দিন আগে স্ট্রোক হয়ে চিকিৎসাধিন ছিলেন এবং ২৮ আগস্ট রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর ছিল। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা আত্মীয় এনংবন্ধু রেখে গেছেন। প্রয়াত শ্যামল কুমার দাসের সহধর্মিনী স্বনাম ধন্য কবি লেখিকা স্মৃতি দাস বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি কাছাড় জেলা কমিটির সাহিত্য সম্পাদিকা।
সমিতির সদস্যরা শ্যামল কুমার দাসের আকস্মিক মৃত্যু সংবাদ শুনে আজ ২৯ আগস্ট তাঁদের শরৎ পল্লীর বাসায় গিয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমিতির সব কর্মকর্তা ও সদস্যদের পক্ষে প্রয়াত শ্যামল কুমার দাসের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের সঙ্গে শোকে একাত্মতা ব্যক্ত করেন সমিতির সভাপতি সুনীল রায়।