হাইলাকান্দিতে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও পার্লামেন্টারিয়ান ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে জেলা কমিশনারের সভাকক্ষে আয়োজিত এক সভায় ড. মুখার্জির জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়।

এডিসি দীপমালা গোয়ালার  পৌরোহিত্যে সভায় অধ্যাপক গোলাপ নন্দী, ড. যজ্ঞেশ্বর দেব সহ দুই এডিসি লাইরহলু খেনতে ও অমিত পারবোসা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Author

Spread the News