প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে টাকা দাবি : জিজ্ঞাসাবাদের পর ছাড় শ্যামল হোসেনকে

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাই এলাকার নগদিরগ্রাম ৪র্থ খণ্ডে বেবি হেল্থ কেয়ার নামের এক ফার্মাসির সত্বাধিকারীকে দেড় লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতকারীরা। এ অভিযোগে পুলিশ তিনজনকে আটক করলেও একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। সোনাই পুলিশ আটক করেছিল কচুদরম প্রথম খণ্ডের কাজল আহমেদ লস্কর (৩৫), উত্তর মোহনপুরের শ্যামল হোসেন (২৭) ও নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ (৩০)। জিজ্ঞাসাবাদ করে শ্যামল হোসেনকে ছেড়ে দেওয়া হয়। 

এ দিকে, শ্যামল হোসেন জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি তিনি জড়িতও নন। পুরো বিষয়টি ভুয়ো বলে উল্লেখ করেন।

এদিকে, বেবি হেল্থ কেয়ারের স্বত্বাধিকারীর বয়ান মতে, প্রায় দশ দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে ভুয়া চিকিৎসকের ভয় দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের ভয় দেখিয়ে পুলিশ দিয়ে ধরানো হবে বলে ধমক দেয় দুষ্কৃতিরা। এরপর বেবি হেল্থ কেয়ারের স্বত্বাধিকারী ২ অক্টোবর কাছাড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কাছাড় পুলিশের একটি দল অভিযানে নামলে শনিবার বিকেলে প্রথমে একজনকে আটক করে। পরে তারই সূত্র ধরে আরও দুইজনকে আটক করে সোনাই পুলিশ।

Spread the News
error: Content is protected !!