কেঁপে উঠল রাজ্য, কেন্দ্রস্থল কার্বি আংলং

বরাক তরঙ্গ, ৮ জুলাই : প্রাকৃতিক দুর্যোগে জেরবার রাজ্য। ধস, বন্যার পাশাপাশি ভূমিকম্পেও কেঁপে উঠল অসম। মঙ্গলবার সকালে রাজ্যে কম্পন অনুভূত হয়। গুয়াহাটি, মধ্য অসম সহ বরাক উপত্যকায়ও অনুভূত হয়।

সকাল ৯-২২ মিনিটে কম্পন অনুভূত হয়। National Center for Seismologyর মতে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.১ হিসেবে রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কার্বি আংলং। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

কেঁপে উঠল রাজ্য, কেন্দ্রস্থল কার্বি আংলং

Author

Spread the News