কেঁপে উঠল রাজ্য, কেন্দ্রস্থল কার্বি আংলং
বরাক তরঙ্গ, ৮ জুলাই : প্রাকৃতিক দুর্যোগে জেরবার রাজ্য। ধস, বন্যার পাশাপাশি ভূমিকম্পেও কেঁপে উঠল অসম। মঙ্গলবার সকালে রাজ্যে কম্পন অনুভূত হয়। গুয়াহাটি, মধ্য অসম সহ বরাক উপত্যকায়ও অনুভূত হয়।
সকাল ৯-২২ মিনিটে কম্পন অনুভূত হয়। National Center for Seismologyর মতে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.১ হিসেবে রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কার্বি আংলং। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
