অগ্নিকাণ্ডে সাহসিকতা দেখানো ১৮ জন যুবককে সম্মান জানালো শিলংপট্টি ডেভলপমেন্ট কমিটি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মে : শিলংপট্টি ডেভলপমেন্ট কমিটির উদ্যোগে অগ্নিকাণ্ডের সময় সাহসিকতা দেখানো নির্ভীক ১৮ জন যুবককে সম্মান জানানো হয়। রবিবার সন্ধ্যায় এই ১৮ জন পরোপকারী চিন্তাধারার নির্ভীক যুবককে শিলংপট্টির অভিজাত হোটেলে এক আলোচনার সভার মাধ্যমে উত্তরীয় ও শংসাপত্র হাতে তুলে দিয়ে সম্মান জানান শিলংপট্টি ডেভলপমেন্ট কমিটির পক্ষ থেকে মুখ্য সংরক্ষক হেমরঞ্জন দাস, সভাপতি নিশা শর্মা, সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ডাঃ কিরনময় দাস, ডাঃ দর্শনা পাটোয়া, অতীন্দ্রনাথ সাহা প্রমুখ।
বক্তব্যে সভাপতি নিশা শর্মা বলেন, শিলচর শহরের প্রত্যেকটি ভবনে অগ্নিনির্বায়ক যন্ত্রের প্রয়োজন রয়েছে, সেই সঙ্গে দমকল বাহিনীর যান্ত্রিক দিক দিয়ে আরও উন্নত হওয়ার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। ডা: কিরনময় দাস সেদিনের অগ্নিকাণ্ডের সময় যেভাবে এই অঞ্চলের যুবকেরা যেভাবে নিজের জীবনের পরোয়া না অন্যের জীবন রক্ষার্থে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা চিরস্মরণীয়। ডাঃ দর্শনা পাটোয়া বলেন, চিকিৎসকদের ভগবান বলা হলেও, এইক্ষেত্রে এই ১৮ জন পরোপকারী যুবকদের নির্ভীকতার জন্য তাদেরকেও ভগবান বলা যেতে পারে।এবং শিলচরের দমকল বিভাগকে আরো সচেষ্ট হওয়ার কথাও উল্লেখ করেন। উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে এই ১৮ জন যুবকদের প্রতি নির্ভীক সাহসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ দিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাপ্পী দেওয়ানজী এবং উপস্থিত ছিলেন ডাঃ অঞ্জন পাল, ডাঃ ডাঃ অঙ্কুর ভট্টাচার্য্য, ডাঃসিদ্ধার্থ সিংহ, দীপঙ্কর মিশ্র সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত শনিবার শিলচর শিলংপট্টির ছোটলাল শেট স্কুলের উল্টো দিকে বসুন্ধরা ভবনের উপরে একটি কম্পিউটার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছিল। সেই সময় কিছু সংখ্যক পরোপকারী উদ্যোমী যুবকেরা সাহসিকতার প্রমাণ দেখিয়ে অগ্নিগর্ভ অবস্থায় ফেঁসে যাওয়া ছাত্র-ছাত্রীদের বের করে নিয়ে আসেন।