রাজ্য দাবায় তৃতীয় পুরস্কার পেলেন শিলচরের ইফতিকার আলম
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : রাজ্য দাবায় তৃতীয় পুরস্কার পেলেন শিলচরের ইফতিকার আলম মজুমদার। যোরহাট এর জেবি বড়ুয়া কলেজে এবার রাজ্য দাবার আসর বসে। প্রতিযোগিতা আয়োজন করেছে যোরহাট জেলা দাবা সংস্থা এবং সারা আসাম দাবা সংস্থা। মোট ন রাউন্ডের খেলার শেষে চ্যাম্পিয়ন হন ডিব্রুগড়ের চিনির আম বেগু, দ্বিতীয় পুরস্কার পান মরণ জেলার শান্তনু বরপাত্র গুহাই, তৃতীয় স্থান পান শিলচরের ইফতিকার আলম মজুমদার। এবং চতুর্থ পুরস্কার জেলার মাধব শর্মা, পঞ্চম পুরস্কার পান গুয়াহাটির তন্ময় রাজবংশী। শিলচরের শরম রাহুল সিংহ পান দশম স্থান। শ্রীভূমি জেলার একমাত্র প্রতিযোগী বল্লেন সিনহা পান ২৩ তম স্থান।এদিকে, কাল থেকে শুরু হবে বিভিন্ন বয়স বিভাগের রাজ্য দাবা প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার প্রথম ৪ স্থান অধিকারী সরাসরি স্থান পাবেন জাতীয় দাবা প্রতিযোগিতায়। উল্লেখ্য, শেষ রাউন্ডে ডিব্রুগড়ের খোকনকে হারালেও একটুর জন্য প্রথম স্থান পাননি ইফতিকার।