ইটখোলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল শিলচর ভ্যালি

বরাক তরঙ্গ, ৬ ফেবরুয়ারি : শিলচর ইটখোলাঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। বৃহস্পতিবার ক্লাবের সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে একটি দ ক্ষতিগ্রস্থদের খোঁজ নিয়ে তাঁদের বাড়িতে পৌঁছেন। আগুনে চারটি অসহায় পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই ভয়াবহ আগুন থেকে কোনও পরিবারই কিছুই রক্ষা করতে পারেনি।

ক্লাবের সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে দল ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল, বালিশ, সালওয়ার স্যুট, শাড়ি এবং ইত্যাদি বিতরণ করে। এতে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, পুষ্পাবতী রায়, খাইরুল তালুকদার সহ অন্যান্যরা।

ইটখোলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল শিলচর ভ্যালি
ইটখোলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল শিলচর ভ্যালি
Spread the News
error: Content is protected !!