শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় শিলচরে প্রতিবাদ
বরাক তরঙ্গ, ৫ জুলাই : রাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হল শিলচর প্রেসক্লাব ও শিলচর ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার কর্মকর্তারা জানান শিলাপাথারে সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর হওয়া প্রাণঘাতী হামলা কখনও মেনে নেওয়া যায় না।এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের ওপর হয়নি, এই আক্রমণ হয়েছে সমাজের উপর। সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের এখন পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর কড়া আইন প্রণয়ন করারও এদিন জোরালো দাবি উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা।
এদিন ই-মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিক্রম সরকার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক দিলোয়ার হোসেন, সুরজিৎ চক্রবর্তী, সমিন সেন ডেকা, দিলীপ কুমার সিং, বিশ্বজিৎ রায়, অজিত দাস, ভোলা নাথ, রমিজ উদ্দিন, আফজল হোসেন ও অরূপ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।