শিলচর-জয়ন্তিয়া সড়ক পরিদর্শন মন্ত্রীর, গর্তের মিছিল দেখে ক্ষোভ 

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৮ মে : বর্ষা শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। সড়কজুড়ে গর্তের মিছিল থাকলেও একপ্রকার নীরব ভূমিকায় ছিলেন বরাকের নেতা মন্ত্রীরা। অবশেষে টনক নড়লো বিভাগীয় কর্তৃপক্ষ সহ মন্ত্রী কৌশিক রায়ের। রবিবার বড়খলা এবং কাটিগড়ার বাবুরবাজার বিহাড়া এলাকার বেশ কয়েকটি অংশ পরিদর্শন করেন মন্ত্রী। স্থানীয় জনগণ, কালভার্ট নির্মাণে অনিয়ম, এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী কৌশিক রায়কে অবগত করান। এতে কাছাড়ের জেলা আয়ু্ক্ত মৃদুল যাদব, বিভাগীয় ইঞ্জিনিয়ার কেবি নাথ, জেই জয়দীপ নাথের কাছে জবাব তলব করেন মন্ত্রী। তবে মন্ত্রী কৌশিক রায় সড়কের ভয়াবহ অবস্থা দেখে ‌তিনিও ক্ষোভ প্রকাশ করেন।

শিলচর-জয়ন্তিয়া সড়ক পরিদর্শন মন্ত্রীর, গর্তের মিছিল দেখে ক্ষোভ 

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটি নরকে পরিণত হয়েছে। তবে তিনি আশ্বাস দেন অতিসত্ত্বর সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। 

শিলচর-জয়ন্তিয়া সড়ক পরিদর্শন মন্ত্রীর, গর্তের মিছিল দেখে ক্ষোভ 

এদিকে, বিহাড়া দেশবন্ধু ক্লাবে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেন। শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, অসম মালা ১, বড়খলা থেকে কালাইন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছেন সেটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে যেসব জায়গায় জল নিষ্কাশনের ব্যবস্থা নেই ও অনিয়মের অভিযোগ উঠেছে সেসব জায়গায় পর্যবেক্ষণ করা হবে।

Spread the News
error: Content is protected !!