মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার ফের রাজ্য সভাপতি শিবলী ও সম্পাদক ভবেষ

কাছাড়ের রিপন সাংগঠনিক সম্পাদক ও শ্রীভূমির রাজা দে প্রচার সচিব মনোনীত

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার ১৯তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ধেমাজি জেলার শিলাপাথর রেসিডেন্সিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত ১০ জুলাই বৃহস্পতিবার থেকে তিনদিন বিভিন্ন কার্য়্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সংস্থার নয়া কমিটির সভাপতি ও সম্পাদক পদে পুনরায় মনোনীত হয়েছেন কাছাড়ের এসএম শিবলী মজুমদার ও ভবেষ নাথ। শেষ দিন শনিবার প্রতিনিধি সভায় আগামী দুই বছরের জন্য নয়া কমিটি গঠন করা হয়। এতে কাছাড় জেলা উধারবন্দ ভল্লবভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহায়ক এসএম শিবলী মজুমদারকে পুনরায় সভাপতি ও ভবেষ নাথকে সম্পাদক পদে আবার দায়িত্ব প্রদান করে সংস্থার নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটিতে সহ-সভাপতি পাঁচ জন, সহ-সম্পাদক তিন জন, সাংগঠনিক সম্পাদক সাত জন মনোনীত করা হয়। এতে কাছাড় জেলা থেকে ইয়াসিন চৌধুরী হাইস্কুলের সহায়ক রিপন আক্তার চৌধুরী সাংগঠনিক সম্পাদক  মনোনীত হয়েছেন। শ্রীভুমি জেলার রাজা দে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক পদে স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ১১ জুলাই শুক্রবার সকাল  ৮ টায় সময় সাফাই অভিযান  কাৰ্যসূচীর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অধিবেশনে শুরু হয়। অবসরপ্ৰাপ্ত জ্যেষ্ঠ সহায়ক বিষ্টুরাম পেগু সমাবেশের দ্বার উদঘাটন করেন। এরপর বর্ধিত রাজ্য কাৰ্যনিৰ্বাহক কমিটির শেষ বৈঠক আরম্ভ হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় চারশো প্রতিনিধির উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির বিদায়ী সভাপতি এসএম শিবলী মজুমদারের সভাপতিত্ব সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শিলাপাথর রেসিডেন্সিল বিদ্যালয়ের  অবসরপ্ৰাপ্ত অধ্যক্ষ যোসেফ বসুমাতারি প্রতিনিধি সভা উদ্বোধন করে। তিনি উপস্থিত প্রতিনিধিদের   স্বাগত জানান। সভায় দুলুমণি ভরালী সূত্রপাত করা স্বাগত সভায় রাজ্য সভাপতি এসএম শিবলী, সম্পাদক ভবেশ নাথ, শিবপ্ৰসাদ কলিতা, কুশল ডেকা, শঙ্কর সরকার, বলো তালুকদার, বাহাদুর ইসলাম, সুকুমার বসুমাতারি, টমাস নাগ, রাজা দে, ডেকাগিরি বরবরা, মন বাহাদুর আলি, কবিতা দাস, মীনা চৌধুরী, সীমান্ত শইকিয়া, ডিম্বেশ্বর বৈশ্য, মদন কলিতা, প্রদীপ কুমার দাস, জয়ন্ত মাধর ফুকন সহ বেশ ক’জন  ব্যক্তিকে আয়োজক সমিতির পক্ষ থেকে ফুলাম গামোচা দিয়ে স্বাগত জানান। আয়োজক সমিতির  কাৰ্যকরী সভাপতি ভুবন দাসে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে শিলাপাথর অঞ্চলের সবচেয়ে পুরানো আয়োজক বিদ্যালয়টির সঙ্গে বৃহত্তর অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের উপর আলোকপাত করেন।

মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার ফের রাজ্য সভাপতি শিবলী ও সম্পাদক ভবেষ

১২ জুলাই শনিবার সকাল ৮ টায় সভাপতি এস এম শিবলী মজুমদার  সংস্থা পতাকা উত্তোলন করেন।সকাল সাড়ে আটটায় সংস্থার প্রয়াত সদস্যদের প্রতি স্মৃতি তর্পন  করা হয়। সকাল ১১ টায় শুরু হয় প্রকাশ্য সভা। এর উদ্বোধন করেন সারা অসম কর্মচারী পরিষদের রাজ্য কমিটির সম্পাদক পঙ্কজ বর্মন। এরপর শিবলী মজুমদারের সভাপতিত্বে শুরু হওয়া সভায় সংস্থার বিভিন্ন দিক ও বিগত দিনের সংস্থার কাজ কর্ম নিয়ে আলোচনা হয়। প্রকাশ্য সভায় বিভিন্ন বক্তা সংস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও সভায় বেশ কয়েকজন কৃতী ছাত্রছাত্রী সহ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সভার শেষে এসএম শিবলী মজুমদারকে পুনরায় সভাপতি ও ভবেষ নাথ কে পুনরায় সম্পাদক মনোনীত করে আগামী দুই বছরের জন্য নয়া কমিটি গঠন করা হয়।

মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার ফের রাজ্য সভাপতি শিবলী ও সম্পাদক ভবেষ

Author

Spread the News