ভোলাগিরি আশ্রমে শিবচর্তুদশীব্রত আগামী ২৬ ও ২৭ শে নানা কর্মসূচি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে বুধবার যথারীতি চার প্রহর পূজা ও মুহিম্ম: প্রোগ্ৰাদির মাধ্যমে শিব চতুর্দশীব্রত পালন করা হবে। বৃহস্পতিবার চতুর্দশী ব্রতের পারন উৎসব পালন ও শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই শিব চতুর্দশী উপলক্ষে বারানসীস্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রম হইতে অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ ও স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, পণ্ডিত রাজু অরিয়র সহ মহাত্মাবৃন্দরা শিলচর আশ্রমে পদার্পণ করবেন।
অনুষ্ঠানসূচি শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ সম্পর্কে জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি তথা বুধবার সকাল ৮ টা ৫৫ মিনিটের পর শিবচর্তুদর্শী তিথি আরম্ভ এবং পরেরদিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৬ টার পর শিব চতুর্দশী তিথি ছাড়বে। ২৬ ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি উপলক্ষে দীক্ষাদান করবেন স্বামী মাধবানন্দ গিরি মহারাজ এবং বৃহস্পতিবার আশ্রম প্রাঙ্গনে শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠান ও পারন উৎসব সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।এই মহাশিবচর্তুদর্শী উপলক্ষে এই অঞ্চলের সনাতনী ধর্মীয় ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান তিনি।