শিববাড়ি রোড শ্রীদুর্গা সরণীতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়নের

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর ‘নগরিয়া পকিপথ’ নির্মাণ প্রকল্পের অধীনে রবিবার তারাপুর শিববাড়ি রোডে শ্রীদুর্গা সরণীতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ২০২৩/২৪ অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত ২৯’৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ণ চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত ২কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের ৪টি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।প্রতিটি এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ। শিলচরের উন্নয়নে মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক।

তিনি আরও জানান, শিলচর শহরে অনেক সমস্যা রয়েছে, কিন্তু বিগত চার থেকে সাড়ে চার বছরের মাথায় অনেক সমস্যার সুরাহা করতে সক্ষম হয়েছে বিধায়ক।পুজোর আগে প্রতিবছর মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্যাকেজ শিলচরের জন্য বরাদ্দ করে থাকেন, এবং এবারও তিনি শিলচরের রাস্তাঘাট সংস্কারের জন্য সহায়তার হাত বাড়াবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Spread the News
error: Content is protected !!