শিলচর-কালাইন রোডের শিববাড়ি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর-কালাইন রোডের সিঙ্কিং জোন এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে ভারী যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে জানিয়েছেন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জারি করা আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, বরাক নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে এবং শিলচর

তারাপুরের শিববাড়ি ডুবন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে  জানানো হয়েছে যে শিলচর-কালাইন রোডের সিঙ্কিং জোন এলাকায় (রায়গড়, দাসপাড়া এবং শিববাড়ি এলাকা)দুর্যোগ ব্যবস্থাপনা আইন, 2005 এর ধারা 30 (2) (iii), (v) এর বিধান অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে ভারী যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

Author

Spread the News