সিদ্ধার্ত-শ্যামকানুর পর গ্রেফতার শেখর ও অমৃতপ্রভা
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : ৬ দিন পর ম্যারাতন জেরার পর অবশেষে গ্রেফতার কর হল শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দোষীদের খোঁজে বিশেষ তদন্ত দল (SIT) অভিযান শুরু করে।
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার পর আজ শেখর এবং অমৃত প্রভাকে গ্রেফতার করা হয়েছে। শিল্পীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। তাই প্রতিদিনই চলছিল প্রতিবাদ।
উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর সময়ে সিঙ্গাপুরে ছিলেন শেখর এবং অমৃত প্রভা।