ফের প্রকাশ্যে রাহুল-শশী দ্বন্দ্ব, মোদি সরকারের পাশে দাঁড়ালেন শশী থারুর
৩ আগস্ট : ফের রাহুল গান্ধীর বিরোধিতা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে তোপ দেগেছিলেন। ওই বক্তব্যকে সমর্থন করে সুর চড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু এরপর শশী বলেন, এমন মন্তব্য পুরোটাই ভিত্তিহীন। ট্রাম্পের মন্তব্য নিয়ে দলীয় নেতা যা বলেছেন তার নেপথ্যে ওঁর ব্যক্তিগত কোনও কারণ থাকতে পারে।
বুধবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকা। বৃহস্পতিবার ফের ভারত ও রাশিয়াকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওই দুটি দেশ তাদের মৃত অর্থনীতি নিয়ে ধ্বংস হয়ে যাবে।’
ট্রাম্পের এমন মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, ‘ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন। পুঁজিপতিদের সঙ্গে সখ্যতা নোট বাতিল, জিএসটির মত ভুল সিদ্ধান্তের পাশাপাশি কৃষক ও ক্ষুদ্র শিল্প একেবারে শেষ হয়ে গিয়েছে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট এই তথ্যগুলি তুলে ধরায় আমি খুশি। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতের অর্থনীতি (Economy) ধ্বংস করে দিয়েছে।
কিন্তু পরেরদিনই রাহুলের এই মন্তব্যের বিরোধিতা করে শশী বলেন, “ভারতের অর্থনীতি নিয়ে ট্রাম্প যা মন্তব্য করেছেন বাস্তব তা নয়। আমাদের দলীয় নেতা কী বলেছেন তা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। উনি যা বলেছেন তার জন্য ওঁর নিজস্ব কারণ থাকেতে পারে। মার্কিন শুল্কনীতির ফলে ভারতের যা ক্ষতি হচ্ছে তা পূরণের জন্য সরকারের অন্য কৌশল নেওয়া উচিত।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারকে সমর্থন করেছিলেন শশী থারুর। এমনকী, অপারেশন সিঁদুরের জন্য বিদেশে দল তাঁকে প্রতিনিধি করে না পাঠালেও মোদি সরকার যখন তাঁকে একটি প্রতিনিধি দলের প্রধান করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল তখনও কংগ্রেসের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। এছাড়াও অতীতে নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে শশীর গলায়। সব মিলিয়ে কংগ্রেসের অন্দরে শশীকে নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে রাহুলের সঙ্গে মতবিরোধ নিয়ে শশীর বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।