দল বিরোধী কার্যকলাপে প্রাক্তন জিপি সভাপতিকে নোটিশ শশীবাবু সিনহার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : দল বিরোধী কার্যকলাপে দোহালিয়া-ফরিদকোনা (নারাইনপুর) জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্কর দেবকে কারণ দর্শানোর নির্দেশ দিলেন বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। তিনি তাঁর নিজস্ব প্যাডে দীপঙ্করবাবুকে আগামী সাত দিনের মধ্যে দলের নীতি বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপের কারণ দর্শানোর নির্দেশ দেন।
অভিযোগ মতে, দীপঙ্করবাবু কয়েকদিন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নীতির বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এনিয়ে দলের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছিল। এতে দলের নীতি ও আদর্শতে ক্ষুন্ন হচ্ছে দেখে মণ্ডল সভাপতি তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন।
