সোনাই সমবায়ের দখলকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি শেয়ার হোল্ডারদের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী সোনাই সমবায় সমিতির কর্মকর্তাদের অক্লান্ত চেষ্টা পরিশ্রমের ফসল হিসাবে জেলায় শীর্ষস্থান দখলের পথে সোনাই সমবায় সমিতি। বিশেষ করে যুবনেতা সাহারুল আলমের হাত ধরে বছরের পর বছর সমিতির মুনাফা লাফিয়ে বেড়ে চলেছে। রবিবার সমিতির ২০২৪-২৫ বার্ষিক সভায় সচিবের বক্তব্যে দেওয়া পরিসংখ্যান শুনে হাত তালি দিয়ে সমিতির কর্মকর্তাদের সাধুবাদ জানান সমিতির শেয়ার হোল্ডার ও উপস্থিত জনপ্রতিনিধি সহ শত শত পুরুষ মহিলারা।
বার্ষিক সভার নিয়মানুসারে এদিন সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদনে সচিব হবিবুর রহমান মজুমদার বিগত সভার কার্য বিবরনী পাঠ করে শোনান। এছাড়া সমিতির ২০২৪-২৫ অর্থ বছরে সব খরচ পর মুনাফা ৭৭ হাজার টাকা দেখিয়েছেন। বিগত পাঁচ বছরে যথাক্রমে,১ লক্ষ ৮৯ হাজার,১ লক্ষ ৫ হাজার, ১ লক্ষ ৪৫ হাজার,২ লক্ষ ১০ হাজার, টাকা মুনাফা হয়েছে। সব মিলিয়ে ৭ লক্ষ ২৬ হাজার টাকা মুনাফা হয়েছে বলে জানিয়েছেন।এছাড়া ২০২৫- ২৬ সালে সম্ভাব্য বাজেট ও অডিট রিপোর্ট পেশ করেন। সভায় বিষয়গুলো আলোচনা করার পর আভ্যন্তরীন অডিটর হিসাবে পর রামকৃষ্ণ নাথ ও রফিক উদ্দিন আহমেদকে সর্বসম্মতিতে পুনরায় নিয়োগ করা হয়।
সভায় সমিতির বোর্ড অব ডিরেক্টর আবুসিদ্দিক লস্কর, ওয়ার্ড কমিশনার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, বিভু রায়, সাতকরাকান্দি জিপি সভাপতি বক্তার হোসেন লস্কর সহ অনেকে বক্তব্য রাখেন। তারা সমিতির বোর্ড অব ডিরেক্টর ও চেয়ারম্যান সাহারুল আলমের ভুয়সী প্রশংসা করে বলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান ও সমবায় সমিতির মত গুরুত্বপুর্ন দায়িত্ব কাঁধে নিয়ে সততাও নিষ্ঠার সঙ্গে সুচারুরুপে দায়িত্ব সামলাচ্ছেন।তারা সন্তোষ প্রকাশ করে বলেন, সোনাই সমবায় সমিতির মুনাফার পেছনে যথেষ্ট অবদান রয়েছে তার। এছাড়া চেয়ারম্যানের মাধ্যমে রেশনকার্ড ও অরুণোদয় প্রকল্পে যথেষ্ট অবদান রয়েছে। সমিতির কাজকর্মে সন্তোষ্ট হয়ে সব ধরনের সহযোতিার আশ্বাস দিয়েছেন। সভায় উপস্তিত বিভাগীয় ইন্সপেক্টর সন্দীপ রবিদাস ও সমিতির কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সভাপতির বক্তব্যে সাহারুল আলম এলাকার ডিলার সহ সর্বস্থরের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের সহযোগিতার উপর নির্ভর করে সমিতি উন্নতির দিশা পেয়েছে। তিনি বিজেপি সরকারের প্রশংসা করে জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে লাভবান হচ্ছেন গ্রামের সাধারন নাগরিকরা। জানান, সোনাই সমবায় সমিতি মুনাফার পথে হাটলে ও সমিতির সম্পত্তি বেহাত হয়েছে। প্রাক্তন বিধায়করের দূরভিসন্ধিতে সমিতির নিজস্ব ভুমিতে সদভাবনা মণ্ডপ নির্মিত হলে ও সমিতির কোন ও মুনাফা হচ্ছে না। সার্কল অফিসার ভবনটি পূর্ত বিভাগের হাতে হস্তান্তর করেছেন। বিষয় টি নিয়ে তারা আদালতের দ্বারস্ত হয়েছেন।
এ দিকে, আগামী নভেম্বর মাসে সোনাই সমবায় সমিতির নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচন সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করতে সকল স্তরের নাগরিকদের যোগদান সাহায্য সহযোগিতা কামনা করেছেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির বোর্ড অব ডিরেক্টর, সহ ভাইস চেয়ারম্যান রিংকু দাস, দক্ষিণ মোহনপুর জিপি সভাপতি রঞ্জিত সিংহ, ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জলাল উদ্দিন লস্কর সহ কয়েক শতাধিক সাধারন নাগরিক। এদিন গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ড অব ডিরেক্টর আবুসিদ্দিক লস্কর।